এবার বাংলা ব্লগ লেখে গুগল অ্যাডসেন্স থেকে আয়
অাপনি বাংলা ব্লগ (Blog) লেখে গুগল অ্যাডসেন্সের (Google AdSense) মাধ্যমে অনলাইন (Online) থেকে টাকা উপার্জন করতে পারবেন । বিশ্বাস হচ্ছে না? তবে ঘুরে অাসুন গুগল অ্যাডসেন্সের অফিসিয়াল ব্লগ থেকে । সেখানে একটি পোষ্টের মাধ্যমে এই ঘোষণা দেয়া হয়েছে ।
এবার তো বিশ্বাস হচ্ছে । বাংলাদেশি ব্লগারদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হলো এরই মাধ্যমে ।
প্রশ্ন জাগতে পারে, এতোদিন পরে কেনো গুগল অ্যাডসেন্স বাংলা কন্টেন্ট (Content) -এর জন্য অ্যাডসেন্স সাপোর্ট করলো?
গুগলের ভাষ্যমতে কারণ হলো -
বিগত কয়েক বছর ধরে বাংলা ভাষার কন্টেন্ট ক্রমাগত বেড়েই চলেছে। অনলাইনে বাংলা ভাষার তৎপরতা বেড়েই চলেছে । সামাজিক যোগাযোগ সাইট, ই-কমার্স, ব্লগিং, উইকিপিডিয়া, গুগল অনুবাদকে অবদান ইত্যাদির কারণে ইন্টারনেট জগতে বাংলা ভাষা বলা চলে অনেকটাই সমৃদ্ধ হয়েছে (তবে তাই বলে বসে থাকলে চলবে না । ভাষার এই ক্রমাগত সমৃদ্ধি অারো বাড়াতে হবে) ।
অার এই ক্রমাগত বৃদ্ধির কারণে অনলাইনে বাংলা ভাষা-ভাষী অডিয়েন্স/ভিজিটরও বাড়ছে । বাণিজ্যিক কোম্পানিগুলোর সুযোগ বাড়ছে তাদের পণ্যের বিজ্ঞাপন অনলাইনের মাধ্যমে সবার কাছে পৌঁছে দিতে ।
যাদের ফেসবুক বা বিভিন্ন বাংলা ব্লগে (সামু, ইস্টিশন ইত্যাদি) টুকটাক লেখালেখির অভ্যেস অাছে, অাপনার একটা ব্লগ খুলে ব্লগিং শুরু করতে পারেন । অার লেখালেখি যাদের শখ, তাদের জন্য ব্লগিং ও অ্যাডসেন্স তো একাদশে বৃহস্পতি ।
যে ৫ টি উপায়ে ব্লগ থেকে টাকা উপার্জন করবেন ।
ব্লগ খুলতে কত টাকা লাগবে?
ব্লগ খোলার কথা শুনে যারা চমকে উঠেছেন, তাদের বলে রাখি - অাপনি খুব সহজে বিনামূল্যে ব্লগ খুলতে পারবেন ।অার যারা প্রফেশনাল ব্লগার হতে চান, তারা মাত্রা ৮০০/১০০০ টাকায় কাস্টম ডোমেইন কিনে ব্লগিং শুরু করতে পারেন ।
ব্লগিং করতে চান কিন্তু কম্পিউটার নেই?
চিন্তার কোনো কারণও নেই । অাপনার যদি একটা স্মার্ট ফোন থাকে তবেই চলবে । পরবর্তী পোস্টে দেখবো কী করে কম্পিউটার ছাড়াই ব্লগ খোলা ও ব্লগিং করা যায় ।অাশা করি সবাই, বাংলা ব্লগ খুলে অ্যাডসেন্সের মাধ্যমে অনলাইন থেকে টাকা উপার্জন করতে সক্ষম হবেন । কারো কোনো সহায়তা লাগলে মন্তব্যে জানাবেন ।
0 comments:
Post a Comment